AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলে পারিশ্রমিক বিতর্ক নিরসনে নতুন ঘোষণা বিসিবির


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:০৬ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
বিপিএলে পারিশ্রমিক বিতর্ক নিরসনে নতুন ঘোষণা বিসিবির

বিপিএলের ১১তম আসরে পুরোটা সময় আলোচনায় ছিল পেমেন্ট ইস্যু। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের পেমেন্ট নিয়েও ঝামেলা করেছে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস। এই কারণে ভবিষ্যতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। 

এই সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকসহ লজিস্টিক সাপোর্ট এবং বিপিএলে যোগ দেওয়া থেকে নির্বিঘ্নে ফিরে যাওয়ার পুরো প্রক্রিয়া বিসিবি দেখভাল করবে।         

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুই বিসিবি দেখভাল করবে। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফি’র দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং যথাসময়ে স্বচ্ছতার সঙ্গে পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।

বিসিবি আরও জানিয়েছে, বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ গন্তব্যে ফেরার জন্য সমস্ত লজিস্টিক ব্যবস্থা তদারকি করবে বোর্ড। এ ছাড়া পারিশ্রমিক পরিশোধ প্রক্রিয়া সহজ করতে এবং অর্থনৈতিক প্রোটোকল নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, এমন উদ্যোগ পেশাদার ক্রিকেটের সুষম অভিজ্ঞতা, বিপিএলের স্বচ্ছতা নিশ্চিত এবং বিসিবির প্রতিশ্রুতি পূরণে সহায়ক হবে। এটি স্থানীয় ও আন্তর্জাতিক সব খেলোয়াড়ের ক্ষেত্রেই কার্যকর হবে। টুর্নামেন্টের ব্যবস্থাপনা ও অর্থনৈতিক প্রত্যাশা পূরণে বিসিবি সকল স্টেকহোল্ডারের সঙ্গে আরও ভালোভাবে সম্পৃক্ত থাকবে।

এর আগে, বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম মোফাত বলেছিলেন, নন-পেমেন্ট ইস্যু চলতে থাকলে ভালো ক্রিকেটাররা টুর্নামেন্ট থেকে আগ্রহ হারাবে। বিপিএলে বারবার এ ধরনের সমস্যা খুবই হতাশার। এটি অগ্রহণযোগ্য এবং খেলোয়াড়দের পারফরম্যান্সেও প্রভাব ফেলে।

একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Link copied!