২০২৪-২৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের, যা হবে টানা চতুর্থ মৌসুমে নকআউট পর্বে এই দুই দলের লড়াই। সর্বশেষ মৌসুমে কোয়ার্টার ফাইনালে সিটিকে হারিয়েছিল রিয়াল।
নিয়মানুযায়ী, ২২তম স্থানে থাকা ম্যানচেস্টার সিটি জানত তাদের প্রতিপক্ষ হবে ১১তম রিয়াল বা ১২তম বায়ার্নের মধ্যে একটি। ড্রয়ে সিটি পেয়েছে রিয়ালকে, অন্যদিকে বায়ার্নের প্রতিপক্ষ সেল্টিক।
এই প্লে-অফ ম্যাচগুলো আগামী মাসে অনুষ্ঠিত হবে, যেখানে বিজয়ী দলগুলো শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে। ফুটবল ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে আরেকটি রোমাঞ্চকর চ্যাম্পিয়নস লিগ মৌসুম।
ড্র অনুযায়ী প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াইগুলো হলো-
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ বনাম সেল্টিক, পিএসজি বনাম ব্রেস্ত, জুভেন্টাস বনাম পিএসভি, এসি মিলান বনাম ফেইনুর্দ, আটালান্টা বনাম ক্লাব ব্রুগা ও স্পোর্টি লিসবন বনাম ডর্টমুন্ড।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :