জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ হওয়ার কথা থাকলেও, সাক্ষী অনুপস্থিত থাকায় তা পিছিয়ে গেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাক্ষ্যগ্রহণের নতুন দিন হিসেবে আগামী ১০ নভেম্বর নির্ধারণ করেন। এদিন প্রসিকিউশন সাক্ষী হাজির করতে না পারায় সময় চেয়ে আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।
প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন সহিদুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ান।
কনস্টেবল সুজনের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, “সাক্ষী হাজির না করা প্রসিকিউশনের ব্যর্থতা। তাদের দায়িত্ব ছিল যথাসময়ে সাক্ষীদের উপস্থিত নিশ্চিত করা।”
এর আগেও ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন সাক্ষী হাজির না করায় সময় চেয়েছিল প্রসিকিউশন। সে সময় ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করে বলেছিল, “যদি কাজই করতে না পারেন, তাহলে দুটি ট্রাইব্যুনাল কেন করা হলো? প্রয়োজনে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করা উচিত।”
গত ৬ অক্টোবর নবম দিনের শুনানিতে এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল সাক্ষ্য দেন। তারা জব্দ তালিকার সাক্ষী ছিলেন। পরবর্তীতে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এর আগে বিভিন্ন ধাপে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান আনিসুর রহমানসহ একাধিক সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন।
গত ২৮ আগস্ট মামলার প্রথম সাক্ষ্যগ্রহণে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন জবানবন্দি দেন। একইদিন সাংবাদিক মঈনুল হকও সাক্ষ্য দেন।
এ মামলায় গ্রেপ্তার ছয় আসামি হলেন— এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকি ২৪ জন আসামি পলাতক, যাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চার আইনজীবী দায়িত্ব পালন করছেন।
গত ২৭ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় এবং ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করে আদেশ দেন। মামলায় মোট ৬২ জন সাক্ষী রয়েছেন।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
