AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিএসএলে দল পেলেন রিশাদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১২ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
পিএসএলে দল পেলেন রিশাদ

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করে। যেখানে বাংলাদেশ থেকে ৩৯ জন ক্রিকেটার নাম দিয়েছে। মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন। এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে পাঁচ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ এবং সিলভার ক্যাটাগরিতে বাংলাদেশের ২১ জন ক্রিকেটার নাম দিয়েছেন।  ড্রাফটে রিশাদ হোসেন ছিলেন সিলভার ক্যাটাগরিতে। সেই ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল লাহোর।

এবার বিগ ব্যাশের পর পিএসএলেও দল পেলেন রিশাদ হোসেন। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরেক তারকা লিটন দাসও। তাকে দলে টেনেছে করাচি কিংস। এছাড়া গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে নিয়েছে বাবর আজমের পেশোয়ার জালমি।

প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের কেউই দল পাননি। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদতাওহীদ হৃদয় এবং হাসান মাহমুদরা দল পাননি।

১০ এপ্রিল পিএসএল শুরু হয়ে শেষ হবে ২৫ মে। প্রথম ডাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!