AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিগ ব্যাশে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখলেন স্মিথ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:০০ পিএম, ১১ জানুয়ারি, ২০২৫

বিগ ব্যাশে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখলেন স্মিথ

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন স্মিথ। বিশ্লেষকদের অনেকে মনে করছেন স্মিথের ব্যাটিং টি-টোয়েন্টি সুলভ নয়। কিন্তু তাদের ভুল প্রমাণ করে এবার বিগ ব্যাশে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন এই অজি অলরাউন্ডার। বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষে চলমান বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ৬৪ বলে ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত রানের  ইনিংস খেলেন সিডনি সিক্সার্সের এই ব্যাটার। যা এই টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা এক ইনিংস।

শুক্রবার (১১ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে এদিন ১২১ রান করেন স্মিথ। বিগ ব্যাশে এটি তার রেকর্ড তৃতীয় সেঞ্চুরি। তার সমান সেঞ্চুরি আছে বেন ম্যাকডারমটে। তবে তার চেয়ে বেশি নেই আর কোনো ব্যাটারের।

এদিন ৫ ওভারে ২৪ রানে ১ উইকেট হারিয়ে কিছুটা ধুঁকছিল সিডনি। তবে দলকে টেনে তুলেন স্মিথ। একাই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন। তাকে সঙ্গ দিয়েছে অধিনায়ক হেনরিক্স ও বেন ডাউশুইস। যার ফলে সিডনির সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২২০ রান। এই ম্যাচে ১৪ রানের জয় পেয়েছে তারা।এবারের বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে কেবল আর দুটি ম্যাচই (১৫ ও ১৭ জানুয়ারি) খেলতে পারবেন স্মিথ। কারণ, তার নেতৃত্বেই দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া দল। যা শুরু হবে ২৯ জানুয়ারি থেকে।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!