সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে ঢাকা ক্যাপিটালস। লিটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দিপু। এ ছাড়া সবশেষ ম্যাচ খেলা হাবিবুর রহমান সোহানও নেই একাদশে। এবার ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকেও বাদ পড়লেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার।
এদিকে, ২ ম্যাচে এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলের চারে আছে চিটাগং। এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।
ঢাকা ক্যাপিটালস একাদশ
থিসারা পেরেরা, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, স্টিফেন এস্কিনাজি, মুস্তাফিজুর রহমান, জেসন রয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন সৈকত ও ফারমানউল্লাহ শাফি।
চিটাগং কিংস একাদশ
পারভেজ হোসেন ইমন, উসমান খান, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

