AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৮ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এই ম্যাচে বিলবাওকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কাতালানরা। একটি করে গোল করেছেন গাভি ও লামিন ইয়ামাল। এতে টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দ্বিতীয় সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। যদিও গত আসরে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল তারা।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে শুরুতে বিলবাওকে চেপে ধরা বার্সেলোনা। তবে দলটি এগিয়ে যেতে সময় লাগে খেলার ১৭ মিনিট। পেদ্রির বাড়ানো বলে বক্সের মধ্যে পান আলেহান্দ্রো বাল্দেকে। এই ডিফেন্ডারের পরাস্ত করে ছয় গজ বক্সের বাইরে থেকে গোল করেন গাভি (১-০)। চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে এটি তার প্রথম গোল।

পিছিয়ে পড়ে খেলার ৩৬ মিনিটে ব্যবধান সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিল বিলবাও। গোর্কার নেয়া শট রুখে দেন গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।বিরতির পর খেলার ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলানা। এবারের গোলদাতা লামিন ইয়ামাল। গাভির বাড়ানো বল ব্ক্স ঢুকে গোল করেন তিনি। 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!