অনিরাময়যোগ্য মশা-বাহিত রোগ ছিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশসহ চারটি গ্রীষ্মমণ্ডলীয় দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য লেভেল ২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এই তথ্য জানিয়েছে।
সিডিসির সতর্কতায় বলা হয়েছে, কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে ভ্রমণকারী আমেরিকানরা উন্নত সতর্কতা অবলম্বন করবেন। রোগটির কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে টিকা-প্রতিরোধী এবং আক্রান্ত এলাকায় ভ্রমণের আগে টিকা নেওয়া সুপারিশ করা হয়েছে।
ছিকুনগুনিয়ার সাধারণ উপসর্গ হলো জ্বর ও জয়েন্টে তীব্র ব্যথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, কিছু ক্ষেত্রে রোগটি গুরুতর হয়ে অঙ্গহানি বা মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে। জয়েন্টের ব্যথা মাস বা বছর ধরে স্থায়ী হতে পারে।
ডব্লিউএইচও`র তথ্য অনুযায়ী, চলতি বছর (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) বিশ্বব্যাপী ছিকুনগুনিয়ার ৪ লাখ ৪৫ হাজার সন্দেহভাজন ও নিশ্চিত কেস এবং ১৫৫ জনের মৃত্যু রিপোর্ট হয়েছে। বাংলাদেশেও ঝুঁকি বাড়ছে; ঢাকায় এ সময়ে ৭০০ কেস শনাক্ত হয়েছে। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে ১৬ হাজার স্থানীয় সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সিডিসি আরও সতর্ক করেছে যে ব্রাজিল, কলম্বিয়া, ভারত, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন এবং থাইল্যান্ডে ভ্রমণকারীরাও ছিকুনগুনিয়ার উচ্চ ঝুঁকির সম্মুখীন হতে পারেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

