AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-২০ ক্রিকেটে এক বলে বেশি রানের নতুন বিশ্বরেকর্ড বিপিএলে


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:০৬ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৪
টি-২০ ক্রিকেটে এক বলে বেশি রানের নতুন বিশ্বরেকর্ড বিপিএলে

চিটাগং কিংসের বিপক্ষে প্রথম ওভারে বল হাতে নেন খুলনা টাইগার্সের বোলার ওশানে থমাস। একের পর এক নো আর ওয়াইডে এক বলেই খরচ করেন ১৫ রান। আর তাতেই টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ডের সাক্ষী হয়েছে বিপিএল।

ইনিংসের প্রথম বলে নাইম ইসলাম আউট হলেও বেঁচে গিয়েছেন। ফিল্ডারের হাতে ক্যাচ দিলেও সেটা ছিল নো বল। ফ্রি হিটের বলটি ছিল ডট। সেই বৈধ ডেলিভারির পর থমাসের নো বলে ছক্কা হাঁকান নাঈম।  এরপর দুই ওয়াইড বল। পরের নো বলে হজম করেন ৪ রান। ততক্ষণে চলে এসেছে ১৪ রান। স্কোরবোর্ডে ১ বলের পাশে ১৫ রান।

এরপর বৈধ ডেলিভারিটি ছিল ডট। তারপর আবারো নো বল। ফ্রি হিটে ক্যাচ দেওয়ায় নাঈম দ্বিতীয়বার জীবন পান। ফ্রি-হিটের পর অবশ্য অভিজ্ঞ এই ব্যাটার আউট হন। বসিস্টোর হাতে তালুবন্দি হন।  

এর আগে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে ১ বলে ১৪ রান তুলেছিলেন ওশানে থমাস। এক বলে ১৩ রান নিয়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি করেছিলেন ভারতের এই ওপেনার। সেবার ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে আর ১টা ছিল ছক্কার মার।

সামগ্রিকভাবে ১ বলে সবচেয়ে বেশি রানের রেকর্ড অস্ট্রেলিয়ার এক ঘরোয়া ক্রিকেট ম্যাচে। গাছে বল আটকে যাওয়ার সুবাদে ১ বলে ২৮৬ রান তুলেছিলেন তারা। ১৮৬৫ সালে ইংল্যান্ডের পল-মল গ্যাজেট ম্যাগাজিনের সূত্রে জানা যায় এই তথ্য।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!