বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচটি মাঠে বসে উপভোগ করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে থাকবেন আরেক চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
সোমবার (৩০ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন মামনুন হাসান ইমন।
এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। নিজেদের প্রথম আসরেই শক্তিশালী স্কোয়াড গঠন করেছে দলটির ম্যানেজমেন্ট। আর কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেটের সফলতম কোচ খালেদ মাহমুদ সুজনকে।
প্রথমবার বিপিএলে এসে প্রতিটি ক্ষেত্রেই চমক দেখিয়ে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। দল তৈরি থেকে শুরু করে থিম সং সব জায়গায় উপস্থিত রয়েছেন শাকিব খান। গানটি লিখেছেন রাসেল মাহমুদ। গানটি তৈরি করেছেন প্রীতম হাসান। ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফির কাজ করেছেন বিল্লাল-রোহান।
গানটিতে পারফরম করেছেন মামনুন হাসান ইমন, সিয়াম আহমেদ, স্পর্শিয়া, পূজা চেরি, দীঘি, বিদ্যা সিনহা মিমসহ একঝাঁক তারকাকে। থিম সংটি নির্মাণ করতে এরই মধ্যে কোটি টাকারও বেশি খরচ হয়েছে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

