বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় “মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৪’ কাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল বিকাল ৩:০০ টায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নারী বিভাগের দুই দল বাংলাদেশ আনসার ও ভিডিপি ও ভিএএস স্পোর্টস ক্লাব।
এছাড়া কাল আরো তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নারী বিভাগে বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, ঢাকা। পুরুষ বিভাগে দুই ম্যাচে মুখোমুখি হবে বর্ডার গার্ড বাংলাদেশ বনাম জাতীয় জুনিয়র হ্যান্ডবল ক্লাব এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি বনাম বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। আগামী ২৭ ডিসেম্বর উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের আসওে পুরুষ বিভাগে ৬টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। দলগুলো হলো :
গ্রুপ-ক : বর্ডার গার্ড বাংলাদেশ, টিম হ্যান্ডবল ঢাকা, জাতীয় জুনিয়র হ্যান্ডবল দল।
গ্রুপ-খ : বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দল।
দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।নারী বিভাগে অংশগ্রহণকারী চারটি দল দলো : বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, ঢাকা ও ভিএএস স্পোর্টস ক্লাব। এই বিভাগে প্রতিটি দল একে অপরের সাথে মোকাবেলার পর শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

