AB Bank
ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেডারেশন কাপে একই গ্রুপে আবাহনী-মোহামেডান


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:৫৪ এএম, ২১ নভেম্বর, ২০২৪
ফেডারেশন কাপে একই গ্রুপে আবাহনী-মোহামেডান

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম এখনো মাঠে গড়ায়নি। এরই মধ্যে আজ বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে দেশের দুই ঐতিহ্যবাহী দল ও চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান একই গ্রুপে পড়েছে। বি গ্রুপে রয়েছে আরেক আবাহনীও।আসন্ন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশটি ক্লাব অংশগ্রহণ করছে। ক্লাবগুলোর গত লিগের অবস্থান অনুসারে পাঁচটি পটে ভাগ করা হয়। ড্র অনুষ্ঠান কাভার করতে আসা সাংবাদিকদের দিয়েই পট থেকে নাম উঠানো হয়।

দুই গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। প্রতি দল চারটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ পরবর্তী রাউন্ডে খেলবে। এবার গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে কোয়ালিফায়ার ও এলিমেনেটর করা হয়েছে।

সেখানে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। ঐ ম্যাচের পরাজিত দল খেলবে দুই রানার্সআপের মধ্যকার জয়ী দলের সঙ্গে।

ফেডারেশন কাপের টুর্নামেন্টে এই পরিবর্তনের কারণ সম্পর্কে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‍‍`অনেক কষ্ট ও ধারাবাহিকতা বজায় রেখে একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়। একটি বাজে দিনের জন্য তারা যেন বাদ না পড়ে এজন্য এই সিস্টেম। আশা করি এটি কার্যকরী হবে।‍‍`

৫ আগস্ট পরবর্তী সময়ে ঘরোয়া ফুটবলে প্রভাব পড়েছে অনেক। শেখ রাসেল ও জামাল ফুটবল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ঢাকা আবাহনীও খেলছে বিদেশি ছাড়া। 

ফেডারেশন কাপের প্রতিদ্বন্দ্বীতা সম্পর্কে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‍‍`আবাহনীতে বিদেশি না থাকলেও লোকাল সংগ্রহ অনেক ভালো। ব্রাদার্সও ভালো দল গড়েছে। আশা করি ভালো টুর্নামেন্ট হবে।‍‍`

বসুন্ধরার কিংস অ্যারেনা, ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ম্যাচগুলো। গ্রুপ ও রোড টু ফাইনালের ভেন্যু ড্রতে নির্ধারণ হলেও ফাইনালের ভেন্যু বাফুফের পেশাদার লিগ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।

লিগের মাঝে মাঝে প্রতি সপ্তাহে মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল ২ মে। গত আসরের মতো এই আসরেও ফেডারেশন কাপের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।

ড্র অনুষ্ঠানের আগে স্পন্সর নিশ্চিত হওয়ায় টুর্নামেন্টের প্রাইজমানি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারেননি লিগ কমিটির চেয়ারম্যান। বাফুফে ভবনে আয়োজিত ড্র অনুষ্ঠানে ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও ছিলেন দশ ক্লাবের প্রতিনিধি।

গ্রুপ এ - বসুন্ধরা কিংস, পুলিশ, ফর্টিজ, ব্রাদার্স, ওয়ান্ডারার্স।

গ্রুপ বি - মোহামেডান, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ, ফকিরেরপুল ইয়ংমেন্স।


একুশে সংবাদ/ এস কে

Link copied!