AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শচীন-কোহলি-বাবরের রেকর্ড নিজের করে নিলেন গুরবাজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৪৫ পিএম, ১২ নভেম্বর, ২০২৪
শচীন-কোহলি-বাবরের রেকর্ড নিজের করে নিলেন গুরবাজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে কঠিন চাপের মুখে দাঁড়িয়ে দারুণ এক সেঞ্চুরি করেছেন রহমানউল্লাহ গুরবাজ। বাংলাদেশি বোলারদের পিটিয়ে ১২০ বলে ৫টি চার ও ৭ ছক্কায় তার করা ১০১ রানের ইনিংস খেলেন আফগানিস্তানের এ ব্যাটার। যার মাধ্যমে দারুণ এক রেকর্ডও করেছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ সোমবার (১১ নভেম্বর) সেঞ্চুরি হাঁকিয়ে গুরবাজ অবশ্য ভেঙে দিয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সময়ের সেরা দুই ক্রিকেটার বিরাট কোহলি ও বাবর আজমের রেকর্ড।

বাংলাদেশের বিপক্ষে গুরবাজ যখন সেঞ্চুরি করেন তখন তার বয়স ছিল ২২ বছর ৩৪৯ দিন। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের পর সবচেয়ে কম বয়সী দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে গুরবাজ এদিন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন। এ যাত্রায় তিনি পেছনে ফেলেন শচীন, কোহলি ও বাবরের মতো তারকাদের।

কিংবদন্তি শচীন ২২ বছর ৩৫৭ দিনে, কোহলি ২৩ বছর ২৭ দিনে ও বাবর ২৩ বছর ২৮০ দিনে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছিলেনি।

ক্রিকেট ইতিহাসে বয়স ২৩ হওয়ার আগে মাত্র দুইজন ব্যাটসম্যান ওয়ানডেতে ৮টি করে সেঞ্চুরি করেছিলেন। তারা হলেন শচীন ও ডি কক। সোমবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন গুরবাজও। এছাড়া ২৩ হওয়ার আগে কোহলি ৭টি, বাবর ৬টি ও উপল থারাঙ্গা ৬টি সেঞ্চুরি করেছিলেন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!