দীর্ঘ ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতলো নিউজিল্যান্ড। সাত সকালে বুমরাহর তোপ সামলে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ব্ল্যাকক্যাপরা। মাত্র ১০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় নিউজিল্যান্ড। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলো সফরকারীরা।
সব মিলিয়ে এটি ভারতের মাটিতে নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট জয়। সবশেষ ১৯৮৮ সালে ভারতের মাটিতে টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। এজাজ প্যাটেল ছাড়া তখন নিউজিল্যান্ডের এই স্কোয়াডের আর কারও জন্মই হয়নি। প্যাটেলর বয়সও তখন ছিল মাত্র এক মাস। ভারতের মাটিতে তারা প্রথম টেস্ট জিতেছিল ১৯৬৯ সালে।
প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছিল ভারত। জবাবে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে তোলে ৪০২ রান। ইনিংস হারের শঙ্কাই তখন ভারতের সামনে উঁকি দিচ্ছিল। তবে রোহি৫ত শর্মার দল ৪৬২ রানের পুঁজি পায়। ব্ল্যাক ক্যাপস জয়ের জন্য ১০৭ রানের লক্ষ্য তাড়ায় সেটী ২ উইকেট হারিয়ে টপকে যায়।
দীর্ঘ ৩৬ বছর পর ভারতের মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। পরিসংখ্যান বলছে, ভারত সফরে এটি কিউইদের মাত্র তৃতীয় টেস্ট জয়। ১৯৬৯ সালে নাগপুরে গ্রাহাম ডোলিংয়ের নেতৃত্বে ভারতে প্রথম জয়ের মুখ দেখেছিল ব্ল্যাক ক্যাপসরা। এরপর ১৯৮৮ সালে মুম্বাইতে জন রাইটের অধিনায়কত্বে সফরকারীরা জিতেছিল।
দলীয় শূন্য রানে অধিনায়ক টম ল্যাথামের উইকেট হারায় নিউজিল্যান্ড। জাসপ্রিত বুমরাহর বলে তিনি লেগ বিফোরে কাটা পড়েন। ডেভন কনওয়ে (১৭) বুমরাহর শিকারে যখন সাজঘরে ফেরেন, তখন কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৩৫ রান।
লো স্কোরিং ম্যাচের সম্ভাবনা ভারত জাগালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তৃতীয় উইকেটে উইল ইয়াং ও রাচীন রবীন্দ্র ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। ইয়াং ৪৬ ও রাচীন ৩৯ রানে অপরাজিত থাকেন। 
একুশে সংবাদ/ এস কে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
