AB Bank
ঢাকা সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বলিভিয়ার মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৪৪ পিএম, ১৫ অক্টোবর, ২০২৪
বলিভিয়ার মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হঠাৎ-ই ছন্দ পতন ঘটেছে। টানা ১২ ম্যাচ জয় তুলে নেয়া দলটি গেল মাসে হেরে বসে কলম্বিয়ার কাছে। এর ঠিক এক মাস পর, ভেনেজুয়েলার মুখোমুখি হয়েও জয়ের দেখা পায়নি লিওনেল স্ক্যালোনির দল। শুক্রবার (১১ অক্টোবর) মেসির ফেরার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি (১-১ গোলের ড্র) করেই সন্তুষ্ট থাকতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের।

দুই মাসে দুই অ্যাওয়ে ম্যাচ খেলে ঘরে ফিরছে বিশ্বচ্যাম্পিয়নরা। আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এবার আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বলিভিয়া। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে এই ম্যাচটা কঠিন হওয়ার কথা না মেসিদের জন্য। ঘরের মাঠে সমর্থকরাও অপেক্ষায় আকাশী-নীলদের জয়ে ফেরার।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায় মাঠে গড়াবে। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ইউনিভার্সো, প্রিমিয়ার স্পোর্টস ২, এসবিএস চ্যানেলে। যদিও এসব চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করে না। তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুসংবাদ হলো লাইভ স্ট্রিম অ্যাপ ফুবোতে দেখা যাবে ম্যাচটি।

এদিকে ঘররের মাঠে বলিভিয়ার বিপক্ষে নামার আগে সুখবর পেয়েছেন কোচ স্ক্যালোনি। এ মাসের শুরুতে লিভারপুলের হয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ খেলার সময় চোট পান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। যার জন্য ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি। আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, চোট থেকে সেরে উঠেছেন এই মিডফিল্ডার।

চলমান বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দেখায় বলিভিয়ার মাঠ থেকে ৩-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছিলো আর্জেন্টিনা। সম্প্রতি কোপা আমেরিকা জিতলেও, বিশ্বকাপ বাছাইয়ে শেষ ৫ ম্যাচে মাত্র ২ জয় লিওনেল মেসিদের। তাই খেলা নিজেদের মাঠে হলেও, সতর্ক থাকতেই হবে বিশ্ব চ্যাম্পিয়নদের।


একুশে সংবাদ/ এস কে

Link copied!