AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন



মাগুরার শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ দ্বিতীয় পর্যায় উদযাপন উপলক্ষে শ্রীপুর মিনি স্টেডিয়ামে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গণি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বিধান চন্দ্র দাস, পাট উন্নয়ন কর্মকর্তা সাদ্দাম হোসেন, পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান মসিউল আজম, সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া ছমিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ মালেক মিয়া, হাছিনা বেগম, গোলাম মওলা প্রমুখ।

খেলার প্রথম ম্যাচে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম সব্দালপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যকার খেলায় ১–০ গোলে কাদিরপাড়া ইউনিয়নকে হারিয়ে সব্দালপুর ইউনিয়ন বিজয়ী হয়।

দ্বিতীয় ম্যাচে শ্রীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম নাকোল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের খেলায় প্রথমার্ধে ১–১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে ৫–৪ গোলে শ্রীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ নাকোল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

যথারীতি আজ মঙ্গলবার প্রথম ধাপে শ্রীকোল ইউনিয়ন পরিষদ বনাম আমলসার ইউনিয়ন পরিষদ এবং দ্বিতীয় ধাপে গয়েশপুর ইউনিয়ন পরিষদ বনাম দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও আগামী সোমবার (১১ নভেম্বর) ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!