আন্তর্জাতিক ক্রিকেটে কিংবদন্তি শচীন টেনডুলকারের একটি বিশ্বরেকর্ড ভাঙলেন তার স্বদেশি বিরাট কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে কোহলি দ্রুততম ২৭ হাজার রানের মাইলফলকে পা রাখলেন।
বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাট করতে নামার আগে কোহলির রান ছিল, ২৬,৯৬৫ রান। ৩৫ বলে ৪টি চার ও এক ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক শচীনকে ছাড়িয়ে যান।
পরিসংখ্যান বলছে, ৫৯৪তম ইনিংস খেলে ২৭ হাজার রান পূর্ণ করেছেন কিং কোহলি। এই রান তুলতে শচীন খেলেছিলেন ৬২৩ ইনিংস। শ্রীলংকার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ৬৪৮ ও অজি গ্রেট রিকি পন্টিং ৬৫০ ইনিংস খেলে এমন কীর্তি গড়েছিলেন।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

