গল টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলংকা। একইসঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছে লঙ্কানরা।আট ম্যাচে ৪ জয়ে ৪৮ পয়েন্টসহ শতকরা ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলংকা তিন নম্বরে রয়েছে। হারের মুখ দেখায় নিউজিল্যান্ড ৭ ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে চতুর্থ অবস্থানে চলে গেছে। দলটির শতকরা পয়েন্ট ৪২.৮৫ শতাংশ।
টসে জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩০৫ রানের জবাবে নিউজিল্যান্ড তোলে ৩৪০ রান। শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ৩০৯ রানে গুটিয়ে যাওয়ার পর ব্ল্যাক ক্যাপসসের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান। স্পিনের সামনে দিশেহারা কিউইরা ২১১ রানে অলআউট হয়। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পেয়ে ম্যাচসেরা প্রবাথ জয়সুরিয়া।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে শীর্ষস্থানে থাকা ভারতের শতকরা পয়েন্ট ৭১.৬৭ শতাংশ। দশ খেলায় ৭ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৮৬। আসরের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ঝুলিতে ভরেছে ৯০ পয়েন্ট। শতকরা ৬২.৫০ শতাংশ পয়েন্ট পেয়ে দুইয়ে অজিরা। ৬ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড ৮১ পয়েন্ট পেয়েছে। তাদের শতকরা পয়েন্ট ৪২.১৯।
টিম ইন্ডিয়ার বিপক্ষে চেন্নাই টেস্টে হারের পর দুই ধাপ নিচে নেমে এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৭ খেলায় ৩ জয়ে টাইগারদের পয়েন্ট ৩৩। দলটির শতকরা পয়েন্ট ৩৯.২৯ শতাংশ।
ছয় ম্যাচে ২ জয় ০ এক ড্রয়ে ২৮ পয়েন্টসহ শতকরা ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান সাত খেলায় দুই জয়ে শতকরা ১৯.০৫ পয়েন্ট নিয়ে আগের আট নম্বর স্থানেই রয়েছে। দলটি ৭ খেলায় ২ জয়ে পেয়েছে ১৬ পয়েন্ট। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৯ খেলায় এক জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে। ক্যাবিরীয়রা শতকরা ১৮.৫২ পয়েন্টের বেশি পায়নি।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

