AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বানারীপাড়ায় ভূমিকম্পের পর বসতঘর নদীগর্ভে বিলীন


Ekushey Sangbad
বানারীপাড়া প্রতিনিধি, বরিশাল
০৮:৪৬ পিএম, ২১ নভেম্বর, ২০২৫

বানারীপাড়ায় ভূমিকম্পের পর বসতঘর নদীগর্ভে বিলীন

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামে ভূমিকম্পের প্রভাবে একটি বসতঘরসহ প্রায় ২০ শতাংশ জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই এ ভাঙন শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নদীতে বিলীন হওয়া বসতবাড়িটির মালিক মোঃ আবু বকর ঘরামী জানান, তিনি তাঁর বাবাসহ পূর্বপুরুষের বসতবাড়িতেই বসবাস করে আসছিলেন। ঘরটি নদীর খুব কাছাকাছি থাকায় তিনি কয়েক দিনের মধ্যে নিরাপদ স্থানে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ ভাঙনে এত দ্রুত ঘরটি নদীতে তলিয়ে যাবে তা কেউই অনুমান করতে পারেননি।

তিনি আরও জানান, ভূমিকম্পের প্রভাবেই নদীভাঙন তীব্র হতে পারে বলে তাঁদের ধারণা। তবে সৌভাগ্যক্রমে ঘরটির ভেতরে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রতিবছর অক্টোবর ও নভেম্বর মাসে উপজেলার বুক চিরে বয়ে যাওয়া সন্ধ্যা নদীর ভাঙনে চাউলাকাঠি, মিরেরহাট, জাঙ্গালিয়া, খোদাবখসা, মসজিদবাড়ি, খেজুরবাড়ি, শিয়ালকাঠি, দান্ডয়াট, ব্রাহ্মণকাঠি, কাজলাহার, জম্বুদ্বীপ ও বাইশারীসহ একাধিক গ্রাম ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ইতোমধ্যে শিয়ালকাঠি, নাটুয়ারপাড় ও কালিরবাজারসহ কয়েকটি গ্রাম সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন ও মানববন্ধন করেও কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। ফলে প্রতি বছর নদীভাঙনে ঘরবাড়ি, জমিজমা ও জীবিকা হারিয়ে অসংখ্য পরিবার নিঃস্ব হচ্ছেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!