বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবরে পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হয়ে পড়ে মারা যান। এ ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম সাকিবকে আসামি করে মামলা করেন। মামলা হওয়ায় জাতীয় দলে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল।
তবে পরবর্তীতে বিসিবির নতুন সভাপতি জানিয়েছেন, আপাতত সাকিবের খেলায় কোনো বাধা নেই। এমন অবস্থায় সাকিবের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
সাকিব ইস্যুতে রকিবুল হাসান বলেন, ‘অবশ্যই আমি ক্রিকেটার হিসেবে সাকিবের পাশে থাকব। মামলা হতেই পারে। মামলা হওয়া মানেই এটা নয় যে আমি অপরাধী। ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে। আমি স্যালুট করি নতুন কমিটিকে, তারা বলেছে দরকার হলে আইনগত সহায়তাও দেবে।’
একইদিন সাকিবকে গ্রেফতারের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :