AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিন্দগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০২:৫৩ পিএম, ৩ নভেম্বর, ২০২৫

গোবিন্দগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনিতে নিহত তিন চোরের পরিচয় মিলেছে।

নিহতরা হলেন—বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার (৫০), একই উপজেলার উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল (৩৮), এবং দুপচাচিয়া উপজেলার সাহাপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর (৩১)। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উপজেলার নাসিরাবাদ গ্রামের কৃষক সালাম মিয়ার গোয়ালঘরের ইটের দেয়াল কেটে ৮–১০ জনের একটি চোরের দল পিকআপ যোগে গরু চুরির চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে এবং চোরদের ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনজন পুকুরে লাফিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

গণপিটুনিতে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিআইডি ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় পরবর্তীতে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!