AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ভিসের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৪ পিএম, ২০ আগস্ট, ২০২৪
এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ভিসের

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব  রেকর্ড গড়লেন সামোয়ার ব্যাটার ডারিয়াস ভিসে। আজ এপিয়ায় পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর এক ওভারে ৩৯ রান তুলেন ভিসে। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩৬। ভারতের যুবরাজ সিং ও রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও নিকোলাস পুরান এবং নেপালের দিপেন্দ্র সিং আইরি এক ওভারে ৩৬ রান করে তুলেছিলেন।

বাছাইপর্বের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিলো সামোয়া ও ভানুয়াতু। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৪ রান করে সামোয়া। চার নম্বরে ব্যাট করতে নেমে ৬২ বলে ৫টি চার ও ১৪টি ছক্কায় ১৩২ রানের নান্দনিক ইনিংস খেলেন ভিসে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামোয়ার প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন ভিসে। টি-টোয়েন্টিতে এক ইনিংসে এটি চতুর্থ সর্বোচ্চ।

সামোয়ার ইনিংসে ভানুয়াতুর পেসার নিপিকোর ১৫তম ওভারে ৩টি নো-বল ও ৬টি ছক্কায় ৩৯ রান তুলেন ভিসে। এরমধ্যে ৩টি নো-বলে ফ্রি হিটে ৩টি ছক্কা হয়।

সামোয়ার দলীয় মোট রানের মধ্যে ভিসেই ৭৫.৮৬ শতাংশ রান করেছেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ডটি ছিল অ্যারন ফিঞ্চের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলার পথে ৭৫.১ শতাংশ রান করেছিলেন ফিঞ্চ।

ভিসের বিশ্ব রেকর্ডের পর ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে ভানুয়াতু ৯ উইকেটে ১৬৪ রান করে। বল হাতে ২৯ রানে ১ উইকেটও নেন ভিসে। ১০ রানে জয়ী হয়ে ভিসের বিশ্ব রেকর্ডের ম্যাচটি স্মরণীয় করে রাখে সামোয়া।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!