AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিরোপা জিতেই লেভারকুসেনের মৌসুম শুরু


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫০ পিএম, ১৮ আগস্ট, ২০২৪

শিরোপা জিতেই লেভারকুসেনের মৌসুম শুরু

জাবি আলোনসোর সোনালী হাতের ছোঁয়ায় বদলে গেছে বায়ার লেভারকুসেন। গত মৌসুমে দীর্ঘ এক যুগের শিরোপাখরা কাটিয়েছিল দলটি। বায়ার্ন মিউনিখের আধিপত্যের অবসান ঘটিয়ে লিগ জেতার পর ডিএফপি পোকালের শিরোপাও ঘরে তোলে তারা।

এবার জার্মান সুপার কাপের ট্রফি জিতে নতুন মৌসুম শুরু করল লেভারকুসেন। জার্মান সুপার কাপ এক ম্যাচের টুর্নামেন্ট। প্রতি বছর বুন্দেসলিগা ও ডিএফপি পোকালের শিরোপাজয়ী দল এতে অংশ নিয়ে থাকে। গত বছর বুন্দেসলিগা ও পোকাল, দুটিই জেতে লেভারকুসেন।

এ কারণে লিগ রানার্সআপ স্টুটগার্ট সুপার কাপের ফাইনালে সুযোগ পায়। সেই ফাইনালে শনিবার (১৭ আগস্ট) মূল ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে লেভারকুসেন। ২০১১ সালের পর এই প্রথম ফাইনালে ছিল না বায়ার্ন মিউনিখ।

গত মৌসুমে লিগ জেতার পথে ইতিহাস তৈরি করে লেভারকুসেন। বুন্দেসলিগার প্রথম দল হিসেবে একটি ম্যাচেও হারেনি তারা। অন্য প্রতিযোগিতাতেও জাবি আলোনসোর দলের এই অপ্রতিরোধ্য ভাব বজায় ছিল। টানা ৫১ ম্যাচ ধরে হারেনি তারা।

বে অ্যারেনায় স্টুটগার্টের বিপক্ষে শেষ মুহূর্তের গোল লেভারকুসেনের শিরোপা জয়ে ভূমিকা রেখেছে। জার্মান সুপার কাপে এটা লেভারকুসেনের দ্বিতীয় শিরোপা। এর আগে ১৯৯২-৯৩ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

ভিক্টর বোনিফেস গত মৌসুমে লেভারকুসেনের বীরত্বের অগ্রনায়ক। ক্লাবের পক্ষে লিগে সর্বোচ্চ ১৪ গোল করেছিলেন এই ২৩ বছর বয়সী। সুপার কাপ ফাইনালেও প্রথম গোলটি করেন তিনি। ১১ মিনিটে বোনিফেসের গোলের ৪ মিনিট পরই সমতায় ফেরে স্টুটগার্ট।

১৫ মিনিটে সেই গোলটি করেন স্টুটগার্টের ফরাসি ফুটবলার এনজো মিলোত। এরপর লেভারকুসেন কখনও প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করছিল, আবার কখনও নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল। ৩৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্টিন টেরিয়ার।

প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে সমতায়। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে স্টুটগার্টকে এগিয়ে নেন ডেনিজ উন্দাভ। কিন্তু না হারতে হারতে নেভারলুজেন পরিচিতি পাওয়া লেভারকুসেন ৮৮ মিনিটের গোলে আশা চাঙ্গা করে। প্যাট্রিক শিক এ গোলটি পান।

পরে টাইব্রেকারে শিরোপা জয়ের স্বপ্ন সত্যি হয় তাদের। টাইব্রেকারে স্টুটগার্টের ২টি শট মিস হলেও ৪টি শট নিয়ে সব কটিতেই সফল হয় জাবির শিষ্যরা। 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!