অ্যাথলিটের কাছে অলিম্পিক গেমসে অংশ নেওয়াটা একটা স্বপ্নের মতন। গেমের মঞ্চে দেশের হয়ে লড়াই করে পদক জয়টা সেই স্বপ্নকে আরো কাছ থেকে ছুঁয়ে দেখা। চার বছর ধরে কঠোর পরিশ্রম করে কোন অ্যাথলিট পৌঁছান অলিম্পিক গেমসের মঞ্চে।
সেখানে কারুর স্বপ্ন হয় বাস্তব,আর কারুর স্বপ্ন থাকে অধরা। স্বপ্ন ভাঙার যন্ত্রণা প্রবল। সকলের পক্ষে তা মেনে নেওয়াও কঠিন হয়। অনেকটা এইরকম ঘটনার সাক্ষী থাকল প্যারিস অলিম্পিক গেমস। যেখানে নিজের ম্যাচ হেরে মেয়েদের লন টেনিস প্রতিযোগিতার সিঙ্গেলস বিভাগ থেকে ছিটকে গিয়ে ক্ষোভ উগড়ে দিলেন আমেরিকার লন টেনিস তারকা কোকো গফ। তাঁর বিস্ফোরক অভিযোগ প্রতিবার তাকে চিটিংয়ের শিকার হতে হয়!
মেয়েদের টেনিসের তৃতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার ডোন্না ভেকিচের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই ম্যাচে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়।তবে দ্বিতীয় সেটে সেইভাবে লড়াই করতে পারেননি গফ। ম্যাচে ৭-৬,৬-২ ফলে হারতে হয়েছে তাঁকে। রোলাঁ গারোর ফিলিপ সাঁতিয়ের কোর্টে এদিন মুখোমুখি হয়েছিলেন দুই তারকা।প্রথম সেটে গফ একটি ব্রেকে এগিয়ে ও গিয়েছিলেন।তবে তিনি তা ধরে রাখতে পারেননি। ভেকিচ ,গফের সার্ভিস ভেঙে ম্যাচে ফিরে আসেন এবং প্রথম সেটকে টাইব্রেকারে নিয়ে যান। এই সেটটি আপাত শান্তভাবেই কেটেছে। বড় ধরনের কোনরকম গোলমাল বা বিপত্তি এই সেটে বাঁধেনি।
গোলমালের সূত্রপাত দ্বিতীয় সেটে। দ্বিতীয় সেটে ৩-২ ফলে পিছিয়ে ছিলেন গফ সেই সময়েই ঘটে এক অনভিপ্রেত ঘটনা। সেই সময়ে ওই সার্ভিস গেমে ব্রেক পয়েন্ট চলছিল। ভেকিচের একটি সার্ভিস রিটার্ন বেসলাইনের কাছে এসে পড়ে। লাইন আম্পায়ার বলটিকে আউট বলেন। তাকে `ওভার রুল` করে দেন চেয়ার আম্পায়ার জমে ক্যামপিস্তল। উইম্বলডনের সেমিফাইনালিস্টকে পয়েন্টটি দিয়ে দেওয়া হলে তিনি ৪-২ ফলে এগিয়ে যান। এরপরেই কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ হয়ে যায়। লাইন আম্পায়ারের সঙ্গে গফ তর্কে জড়ান।
তাকে বলতে শোনা যায় ` আমি কখনো এইধরনের কলকে নিয়ে তর্কাতর্কি করি না। তবে আমি বল মারার আগেই বলটি বাইরে পড়েছে বলে কল করেন উনি। এটা কোন ধারণা নয়। আমি আইনের কথা বলছি। আমাকে তো সবসময়ে নিজের জন্য লড়াই করতে হয়। আমার এমন উপলব্ধি হচ্ছে যে প্রতিদিন আমি এই খেলাটায় চিটিংয়ের শিকার হচ্ছি। এই বছরে এই নিয়ে তৃতীয়বার এই ঘটনা ঘটল। এই কোর্টে সবসময় আমার সঙ্গে এমনটাই হয়। সুপারভাইজারকে ডাকুন। আমাকে সবসময় এই জন্য নিজের হয়ে এইসব অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়।`
উল্লেখ্য চলতি বছরের ফরাসি ওপেনের সেমিফাইনালে ইগা শিয়নটেকের বিরুদ্ধে ও তাঁকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল।
একুশে সংবাদ/ এস কে