AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই ওপেনারের ফিফটিতে দারুণ সূচনা বাংলাদেশের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৫ পিএম, ২৩ অক্টোবর, ২০২৫

দুই ওপেনারের ফিফটিতে দারুণ সূচনা বাংলাদেশের

মিরপুরের মাঠে আজ ভিন্ন চিত্র। আগের দুই ওয়ানডেতে যেখানে ২০০ পার করতে নাভিশ্বাস উঠেছিল, সেখানে তৃতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা শুরু থেকেই আগ্রাসী। ১৬ ওভারেই স্কোরবোর্ডে শতরান ছুঁয়ে ফেলেছে দল, তাও কোনো উইকেট না হারিয়ে। দীর্ঘ সময় পর ওয়ানডেতে এমন জুটির দেখা মিলল বাংলাদেশের উদ্বোধনী ব্যাটারদের ব্যাটে।

শেষবার শতরানের ওপেনিং জুটি এসেছিল ২০২৩ সালে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবালের ব্যাটে। মিরপুরে প্রায় এক দশক পর আবারও এমন উজ্জ্বল সূচনা করল টাইগাররা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে বাংলাদেশের রান ১৭৬/০। সৌম্য সরকার ৯১ বলে ৮০ ও সাইফ হাসান ৮০ বলে ৭০ রানে অপরাজিত। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন সাইফ, আর সৌম্য স্পর্শ করেছেন তার ১৪তম অর্ধশতক, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি ষষ্ঠ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১ রানে সুপার ওভারে হেরে যাওয়ায় এখন জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে।

মিরপুরের কালো পিচে আগের ম্যাচে পুরো ইনিংসে স্পিন দিয়ে বোলিং করেছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এবারও স্পিন দিয়েই শুরু করে তারা। আকিল হোসেনের প্রথম ওভারেই দুটি বাউন্ডারি হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দেন সাইফ হাসান। পরের ওভারগুলোতে সৌম্য যোগ দেন তাণ্ডবে।

মাত্র ৪৬ বলে আসে ওপেনিং জুটির পঞ্চাশ। যদিও খ্যারি পিয়েরের এক বল সাইফের জন্য বিপদ ডেকে আনতে পারত। এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার, তবে রিভিউ নিয়ে বেঁচে যান সাইফ— রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ছুঁয়ে প্যাডে লেগেছে।

এরপর স্পিন ব্যর্থ বুঝে দশম ওভারে পেস আক্রমণে যান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। জাস্টিন গ্রেভসের ওভারেই দুটি বাউন্ডারি হাঁকিয়ে সৌম্য প্রমাণ করেন আজ থামানো কঠিন হবে তাকে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!