AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:০৪ পিএম, ২৩ অক্টোবর, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ২৯৬ রান করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে দলকে ভালো সূচনা এনে দেন। ৭২ বলে ৮০ রান করেন সাইফ হাসান, যাতে ছিল ৬টি চার ও ৬টি ছক্কা। অপর ওপেনার সৌম্য সরকার দারুণ ইনিংস খেলেন ৯১ রানের, ৮৬ বলের ইনিংসে আসে ৭ চার ও ৪ ছক্কা।

তবে মাঝের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। তাওহিদ হৃদয় ২৮, নাজমুল হোসেন শান্ত ৪৪, মাহিদুল ইসলাম অঙ্কন ৬ ও রিশাদ হোসেন ৩ রানে আউট হন। শেষ দিকে নুরুল হাসান সোহান ৮ বলে অপরাজিত ১৬ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৭ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ বাড়ান।

শেষ পর্যন্ত ৫০ ওভারে বাংলাদেশের রান থামে ২৯৬/৮ এ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আকিল হোসেন। ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন তিনি।অলীক এথানাজি ২ উইকেট নেন । এছাড়া রোস্টন চেজ, গুডাকেশ  নেন একটি করে উইকেট।

এখন বাংলাদেশের বোলারদের লক্ষ্য হবে এই স্কোর রক্ষা করে সিরিজ জয় নিশ্চিত করা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!