AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় নির্বাচন ঘিরে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫০ পিএম, ২৬ অক্টোবর, ২০২৫

জাতীয় নির্বাচন ঘিরে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস দমন, সাইবার অপরাধ প্রতিরোধ ও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় বৈঠকে বসেছে আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ।

রোববার সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত রয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা।

সূত্র জানায়, বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি, নির্বাচনের আগে ও পরে সহিংসতা প্রতিরোধ, সংঘবদ্ধ অপরাধ ও উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, নারী ও শিশুনির্যাতন রোধ, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান এবং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বিষয়েও আলোচনা হচ্ছে।

এ ছাড়া গারমেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষ রোধ, বেতন-বোনাস পরিশোধ নিশ্চিতকরণ, সীমান্ত নিরাপত্তা এবং মা ইলিশ সংরক্ষণ অভিযানের অগ্রগতি নিয়েও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!