নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানার নিচতলায় কাজ চলার সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

