AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অলিম্পিক গেমসে ৬৯তম হয়ে শেষ করলেন রাফি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১০ পিএম, ৩০ জুলাই, ২০২৪

অলিম্পিক গেমসে ৬৯তম হয়ে শেষ করলেন রাফি

অলিম্পিক গেমসের অন্যতম আকর্ষণ সাঁতার। তাই সাঁতারের ভেন্যু লা ডিফেন্স অ্যারেনার গ্যালারি শুরু থেকেই ছিল দর্শকে পরিপূর্ণ। বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি প্যারিস সময় সকাল সোয়া এগারোটায় ১০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টের দ্বিতীয় হিটে পুলে নেমেছিলেন।

১০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম হিটে যিনি প্রথম হয়েছেন তার টাইমিং ছিল ৫৩.৮৫ সেকেন্ড। রাফির অংশ নেয়া দ্বিতীয় হিটে যিনি প্রথম হয়েছেন তার টাইমিং ৫২.২২। ছয় নম্বর লেনে সাতরানো বাংলাদেশি রাফির ৫৩.১০ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় হিটে আট জনের মধ্যে পঞ্চম হয়েছেন। এই ইভেন্টে ১০ হিটে ৭৯ জন সাঁতারু অংশ নেন।

এই ইভেন্টে রাফির অবস্থান ৬৯তম। সব হিট মিলিয়ে সেরা ১৬ টাইমিংধারী সেমিফাইনালে উঠেছেন। হিটে প্রথম হওয়া আমেরিকান সাঁতারু অ্যালেক্স জে’র টাইমিং ৪৭.৫৭ সেকেন্ড। ১৬তম হয়ে সর্বশেষ কোয়ালিফাই করা দক্ষিণ কোরিয়ার সাঁতারু হোয়াংয়ের টাইমিং ৪৮.৪১ সেকেন্ড। বাংলাদেশি সাঁতারু সেমিফাইনাল পর্যায় থেকে ৪.৬৯ সেকেন্ড পিছিয়ে ছিলেন।

ডোপ টেস্ট ও সামান্য কিছু আনুষ্ঠানিকতা শেষে কয়েক মিনিটের মধ্যে মিক্সড জোনে পাওয়া যায় রাফিকে। প্রাথমিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাসই প্রকাশ করলেন বাংলাদেশি সাঁতারু। তিনি বলেন, ‘সেরা টাইমিং হয়েছে এতে ভালো লাগছে। নিজের টাইমিং ভালো করার চেষ্টা ছিল সেটা পেরেছি।’

১০০ মিটার ফ্রি স্টাইলে রাফির সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। আজ প্যারিস অলিম্পিকে মাত্র ০.০২ সেকেন্ড কমিয়ে ৫৩.১০ করেছেন। নিজের সেরা টাইমিং হলেও আন্তর্জাতিক মানদন্ডে অনেক পিছিয়ে সেটাও স্বীকার করেছেন পরক্ষণে।

রাফি বলেন, ‘আসলে এই ইভেন্টে সেমিফাইনালে খেলা সাঁতারুদের টাইমিং থাকে ৪৭-৪৮ সেকেন্ডের মধ্যে। আমরা বেশ পিছিয়ে। আমি নিজের সেরা টাইমিং করলেও ইচ্ছে ছিল ৫২’র (৫২ সেকেন্ড) মধ্যে প্রবেশ করা।’

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!