AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোয়ার্টার নিশ্চিত করতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২৬ পিএম, ৩০ জুলাই, ২০২৪

কোয়ার্টার নিশ্চিত করতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অলিম্পিক গেমসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে রাতে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ফ্রান্সের লিও-তে ম্যাচ শুরু হবে রাত ৯টায়। 

‘বি’ গ্রুপে সবার পয়েন্ট সমান হওয়ায় জমে উঠেছে লড়াই। যদি কিন্তুর কোন সমীকরণে পড়তে চায়না মাশচেরানোর দল। জয় তুলে নিয়ে খেলতে চায় শীর্ষ আটে।

বিশ্বকাপ আর কোপা আমেরিকার সেই ছায়া খুঁজে পাওয়া যাবে অলিম্পিকে এমন স্বপ্নই দেখিয়েছিল আলবিসেলেস্তারা। কোচ ও খেলোয়াড় হিসেবে হ্যাভিয়ের মাশচেরানো স্বর্ন পদক উপহার দিয়ে গড়বেন অনন্য নজির! ভক্তদের চাওয়া ছিল এটাই। তবে ফ্রান্সে এসে হিসেব কিছুটা গোলমেলেই হয়ে গেছে আর্জেন্টিনার।

হিসেবে জটিলতা থাকলেও এখনও কক্ষপথে ফেরার ভালো সম্ভাবনা আছে আলামাদা, আলভারেজদের। ইউক্রেনের বিপক্ষে জয় পেলেই শীর্ষ আটের টিকিট নিশ্চিত হবে ওদের। একই সঙ্গে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ড্র করলেও থাকবে সম্ভাবনা। তবে সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। যদিও সেই ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

আর্জেন্টিনাকে হারিয়ে দেয়া মরক্কোকে রুখে দিয়েছে ইউক্রেন। তাই তাদের হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। তাছাড়া এই গ্রুপ থেকে যেহেতু সবারই আছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা, তাই প্রতিপক্ষ যে মরন কামড় দিতে চাইবে সে বিষয়ে বেশ সজাগ ম্যানেজমেন্ট।

একুশে সংবাদ/ এস কে

Link copied!