AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যাথলেটদের পর্যাপ্ত ডিম দিচ্ছে না আয়োজকরা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৫৪ পিএম, ২৫ জুলাই, ২০২৪

অ্যাথলেটদের পর্যাপ্ত ডিম দিচ্ছে না আয়োজকরা

ফ্রান্সের প্যারিসের অলিম্পিক গ্রামে খাবারের ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে খেলোয়াড়দের পর্যাপ্ত ডিম দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। ফরাসি একটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে, খেলোয়াড়রা বলছেন, তারা যথেষ্ট পরিমাণ খাবার পাচ্ছেন না। বিশেষ করে ডিম ও গ্রিল করা মাংস ঠিক মতো না পাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন তারা।

অলিম্পিক ভিলেজে খাবার সরবরাহের দায়িত্ব নিয়োজিত প্রতিষ্ঠান হলো সোডেক্সো লাইভ। খাবারের ঘাটতির বিষয়টি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষও স্বীকার করেছে।

সোডেক্সো লাইভ বলছে, ‘সেখানে কয়েকটি নির্দিষ্ট পণ্যের প্রচুর চাহিদা দেখা দিয়েছে। তবে খেলোয়াড়দের চাহিদা মেটাতে খাবারের পরিমাণ বাড়ানো হবে।’

এবারের ১৫ দিনের অলিম্পিকে বিশ্বের ২০৮টি অঞ্চল ও দেশ থেকে ১৫ হাজার খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। তাদের ১ কোটি ৩০ লাখ খাবার দিতে হবে। প্রতিদিনে ৪০ হাজার বার।

শুক্রবার (২৬ জুলাই) ফ্রান্সের সিন নদীর তীরে অলিম্পিকের ব্যতিক্রমধর্মী উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে ৬০ হাজার দর্শক হাজির হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের জন্য হাজার হাজার টিকিট ফ্রি দেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফ্রান্সের সরকার। সেক্ষেত্রে উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রি টিকিট বাতিল হবে এবং আমন্ত্রিত অতিথি ও টিকিট কিনে সর্বমোট ৩০ হাজার দর্শক উপস্থিত হতে পারবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!