পিরোজপুর জেলা বিএনপি ও মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান জাকিরকে মঠবাড়িয়া আসনে দলের প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকা জাকির গাজী মঠবাড়িয়ার রাজনৈতিক পরিসরে শক্তিশালী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। স্থানীয়রা জানান, ২০২৩ সালে একটি মামলার আসামী হওয়া সত্ত্বেও তার পদচারণা থেমে যায়নি। তিনি দলের কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন এবং জনসাধারণের পাশে থেকেছেন।
জাকির গাজীর নেতৃত্বে মঠবাড়িয়ায় ১০,০০০ বনজ ও ফলজ গাছের চারা রোপণ, খেটে খাওয়া গাড়ি চালকদের জন্য টোলমুক্তি এবং দরিদ্রদের জন্য বার্ষিক ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন, “মঠবাড়িয়া আসন পুনরুদ্ধারের জন্য একজন ক্লিন ইমেজের নেতা প্রয়োজন। জাকির গাজী সেই নেতার সব বৈশিষ্ট্য ধারণ করেছেন। তিনি পরোপকারী এবং জনগণের কল্যাণে নিবেদিত।”
স্থানীয় যুব ও ছাত্র নেতারা জানান, তার নেতৃত্বে আন্দোলনে অংশগ্রহণ করে তারা ঐক্যবদ্ধ ছিলেন। মনোনয়ন পেলেই ধানের শীষ বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদী।
জাকির গাজী বলেন, “দলের দুর্দিনে আমি মাঠে থেকে কাজ করেছি। মিথ্যা মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের পাশে ছিলাম। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব।”
একুশে সংবাদ/এ.জে