AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিয়াল মাদ্রিদের জন্য সবটা উজাড় করে দেব: কিলিয়ান এমবাপে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৪ পিএম, ১৭ জুলাই, ২০২৪

রিয়াল মাদ্রিদের জন্য সবটা উজাড় করে দেব: কিলিয়ান এমবাপে

গত মৌসুম থেকেই একটা আলোচনা চলছিল কিলিয়ান এমবাপেকে নিয়ে। আলোচনা চলছিল তিনি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। সেই জল্পনা সত্যি করেই এই মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে।

ইউরো কাপ শেষ হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই রিয়াল সমর্থকদের সঙ্গে তাঁর পরিচয় পর্ব আনুষ্ঠানিকভাবে সেরে ফেলা হল ক্লাবের তরফে। তাঁর মেডিকেল সহ সমস্ত ফর্ম্যালিটি হয়ে যাওয়ার পরেই তাঁকে আজ দর্শকদের সামনে রিয়ালের জার্সিতে সান্তিয়াগো বার্নাব্যুতে আনা হল। তাঁকে নয় নম্বর জার্সি দেওয়া হয়েছে।নিজের রিয়াল জার্সিতে আনুষ্ঠানিক প্রকাশের দিনেই রিয়ালের হয়ে সেরাটা উজাড় করে দেওয়ার অঙ্গীকার করলেন তিনি।

সান্তিয়াগো বার্নাব্যুতে যখন মঙ্গলবার প্রথমবার পা রাখলেন এমবাপ তখন গোটা স্টেডিয়াম মুখরিত হল, ‘এমবাপে, এমবাপে’ স্লোগানে। এমন আবহেই ফরাসি ফরোয়ার্ড প্রতিশ্রুতি দিলেন নিজের সেরাটা নিংড়ে দেওয়ার জন্য। ১২ বছর আগে জিনেদিন জিদানের ডাকে ট্রেনিং করতে এসেছিলেন এখানে। গোটা শহরটা ঘুরেছিলেন জিদানের গাড়িতে। এরপর দীর্ঘ টানাপোড়েনের পর রিয়ালের সঙ্গে চুক্তিটা তিনি গত জুনে সারেন। মঙ্গলবা‌র ৭৫ হাজারের বেশি রিয়াল সমর্থক সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত থেকে বরণ করে নিলেন ফরাসি ফরোয়ার্ডকে।টানেল দিয়ে যখন তিনি মাঠে প্রবেশ এলেন তখন চারিষদিকে শুধুই ‘এমবাপে, এমবাপে’ স্লোগান। এরপর আনুষ্ঠানিক পরিচিতি পর্ব শেষ হল। তারপর সকলকে ‘শুভ সকাল’ জানিয়ে কথা বলা শুরু করলেন এমবাপে।

কিলিয়ান এমবাপে বলেন, ‘আমি একটু স্প্যানিশে বলার চেষ্টা করছি। অনেক রাত এই স্বপ্ন দেখেছি…আজকে সেটা আমার জীবনে সত্যি হলো।খুবই খুশি। রিয়াল প্রেসিডেন্ট এবং যারা আমাকে এখানে আনার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ। এখানে আসার প্রক্রিয়া কঠিন ছিল। কিন্তু এখন সেটা বাস্তব। এখন আমি রিয়াল মাদ্রিদের ফুটবলার। আমার পরিবার ও খুব খুশি।’

কথা শেষ করার আগেই এবার গ্যালারি থেকে আওয়াজ উঠল প্রথমে ‘ব্যাজে চুম্বন করো! ব্যাজে চুম্বন করো!’ এমবাপেও দেরি করলেন না। দর্শকদের আব্দার রাখলেন। ব্যাজ আকঁড়ে ধরে চুম্বন করে সমর্থকদের সঙ্গে মিশে যাওয়ার বার্তা দিলেন। একাত্ম হয়ে তিনি এরপর যোগ করেন ‘এখন আমার স্বপ্ন রিয়াল মাদ্রিদের হয়ে সব কিছু জেতা। এটা বলতে চাই, এই ক্লাব, এই ব্যাজের জন্য নিজের জীবন বাজিরেখে খেলব। জীবন বাজি রেখে লড়ব। আশা করি, এই ক্লাবের হয়ে ইতিহাস লিখব। শিশুদের বলতে চাই, আমি তোমাদের মতোই ছিলাম। একটা স্বপ্ন ছিল।আজ স্বপ্নকে সত্যি করতে পেরেছি।একটাই উপদেশ: আবেগ, ধৈর্য্য এবং স্বপ্ন দেখে যাও। এগুলোই তুমি যা অর্জন করতে চাইছো তা তোমাকে এনে দেবে। আজ আমি এখানে, পরবর্তীতে তোমাদের মধ্যে কেউ এখানে থাকবে।’
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!