বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শনিবার শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ২৫৪, যা গুরুতরভাবে অস্বাস্থ্যকর ধাপের মধ্যে পড়ে।
একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা উঠে এসেছে তৃতীয় স্থানে। সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ‘আইকিউএয়ার’ দেখায়—ঢাকার একিউআই স্কোর ২৪২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসাবে চিহ্নিত।
বায়ুদূষণের দৈনিক র্যাংকে ভারতের দিল্লি দ্বিতীয় (স্কোর ২৪৯), চতুর্থ স্থানে ভারতের কলকাতা (স্কোর ২০৭) ও পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (স্কোর ২০০)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—০–৫০: বায়ুর মান ভালো, ৫১–১০০: সহনীয়, ১০১–১৫০: সংবেদনশীল মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর, ৩০১-এর বেশি: বিপর্যয়কর পরিস্থিতি।
এসব সূচক দেখায়, ঢাকা আজ মারাত্মক দূষণের চাপে রয়েছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

