বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড ‘সবুজ সংকেত’ দিলেই কাতারের ব্যবস্থাপনায় আনা রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে—এ তথ্য নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) তিনি গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার বিদেশে নেওয়ার প্রক্রিয়া ও কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের দায়িত্ব তিনি নিজেই দেখছেন।
তিনি বলেন, “মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত দেবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। কাতার কর্তৃপক্ষ সব প্রস্তুতি নিয়ে রেখেছে। এরপর ম্যাডামকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।”
এয়ার অ্যাম্বুলেন্সের উৎস সম্পর্কে তিনি আরও জানান, জার্মানি থেকে যে উন্নতমানের অ্যাম্বুলেন্স উড়োজাহাজ আনা হচ্ছে, সেটির ব্যবস্থাপনাও কাতার কর্তৃপক্ষই করছে। বিএনপির পক্ষ থেকে আলাদা কোনো প্রস্তুতি নিতে হয়নি।
এদিকে দলের শীর্ষ পর্যায়ের চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও আগের মতোই স্থিতিশীল হলেও ‘ফ্লাইযোগ্য’ পর্যায়ে পৌঁছেনি বলে বোর্ড মনে করছে। সে কারণে লন্ডন যাত্রার সময় চূড়ান্ত করা যাচ্ছে না। গত দুই দিনে বোর্ড বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে এবং প্রতিদিনই বোর্ডের বৈঠকে তার অবস্থা পর্যালোচনা করা হচ্ছে।
২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ টিম। এ দলের সদস্য হিসেবে গতকাল লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের সহধর্মিণী চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি শাশুড়ির উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতিতে যুক্ত হয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

