সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) উপজেলার চিনাডুলী ইউনিয়ন বিএনপির আয়োজনে চিনাডুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
চিনাডুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লুডুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাস নবাব, সহ সভাপতি একেএম শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হােসেন নােমান ও পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী,সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, মহিলা দলের সভাপতি নাহিদা খানম সুলেখা,ছাত্রনেতা মাহমুদুল হাসান হাসমতসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এতে অংশ নেন।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে