AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৫৬ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সংলাপ শুরুর পরিকল্পনা করেছে।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জানান, প্রথম ধাপে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। কমিশনের অনুমোদনের পর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সুশীল সমাজ, শিক্ষক, নারী নেতৃত্ব, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা হবে। পূজা ও ছুটির দিন মাথায় রেখে সময়সূচি নির্ধারণ করা হবে।

ইসি সূত্রের তথ্য অনুযায়ী, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে আমন্ত্রণপত্র পাঠানো হবে। শুরুতে সুশীল সমাজ, নারী প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

সম্প্রতি নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকে সংলাপ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়াও দ্রুত শেষ করতে চায় কমিশন।

 


একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!