AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৯ পিএম, ২৪ নভেম্বর, ২০২৫

নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। সামনে যে জাতীয় নির্বাচন, তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা অপরিহার্য।”

কমনওয়েলথের আগ্রহের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপনাদের গভীর মনোযোগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি পুনর্ব্যক্ত করেন যে, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জবাবে কমনওয়েলথ মহাসচিব বচওয়ে বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপে কমনওয়েলথ সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি জানান, “কমনওয়েলথের ৫৬টি দেশের সমন্বিত শক্তি— যেখানে জি-৭ ও জি-২০-এর সদস্যও রয়েছে— বাংলাদেশ প্রয়োজনে এগুলো থেকে উপকার পেতে পারে।”

বাংলাদেশ সফরে বচওয়ে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। দেশটির ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও নিশ্চিত করেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ একাধিক পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকে যুবশক্তির ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক ব্যবসার প্রসার এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমাতে ‘থ্রি-জিরো’ ভিশন অগ্রগতির বিষয়েও আলোচনা হয়।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!