ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের আন্দোলন বা অযৌক্তিক দাবিদাওয়া নিয়ে সড়কে নামা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট করে বলেন, তফসিল ঘোষণার পর যদি কেউ অনাকাঙ্ক্ষিত দাবিতে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে এ সতর্কবার্তা দেন প্রেসসচিব।
তিনি জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি আন্দোলন হয়েছে, তবে কোনো ক্ষেত্রেই রাবার বুলেট ব্যবহার করা হয়নি। প্রেসসচিব বলেন, “সব আন্দোলনে কেবল টিয়ারশেল ও ওয়াটার ক্যানন ব্যবহার করা হয়েছে, কিন্তু একবারও রাবার বুলেট ছোড়া হয়নি—এটা দেশের ইতিহাসে নজির।”
আগামীকালের মেট্রো রেল সংশ্লিষ্ট কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি আবারও বলেন, “তফসিল ঘোষণার পর যে কেউ অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ব্রিফিংয়ে তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বাড়তে থাকা জালিয়াতি রোধে শক্ত অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, কারণ এসব প্রতারণার কারণে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

