ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তারাকান্দা উপজেলা বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক আর্মি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল হেকিম মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, রাসেল মন্ডল, মুকলেছুজ্জমান মুকুল, আশরাফুল আলম মন্ডল, রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বিকেলে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের বনপলাশিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন এবং তারাকান্দা উপজেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী প্রমুখ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

