জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাসের ট্যাবলেট ভেবে ভুলে ইদুর নাশক ট্যাবলেট খেয়ে, দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কের একে অপরের বেয়াই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কানকু মিয়ার বাড়ীতে শীতকালীন দাওয়াত খেতে যান তার বিয়াই কমল মিয়া। সেদিন রাতে গ্যাস্টিকের ওষুধ খাওয়ার সময় ভুলে ঘরে থাকা ইঁদুর নাশক ট্যাবলেট খেয়ে দুজনই অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নেয়ার পথে কানকু মিয়া মারা যান। পরে সোমবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কানকু মিয়ার বিয়াই কমল মিয়ার মৃত্যু হয়। দুজনের লেখাপড়া না থাকায় তারা ওষুধের নাম না জানাতে ভুলে গ্যাসের ওষুধ ভেবে, ইদুর নাশক ওষুধ খেয়ে ফেলে। ভুলবশত এই দুর্ঘটনায় দুটি প্রাণ অকালে ঝরে যায়।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবিব জানান, তারা দুজন হাসপাতালে ভর্তি হয়েছিল তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়াতে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এই বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন- এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা তারা সম্পর্কে বেওয়াই হন। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’ এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
একুশে সংবাদ/ সা এ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

