AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে ভাড়া ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার



জীবননগরে ভাড়া ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের শাপলাকলি পাড়ার একটি ভাড়া ফ্ল্যাট বাসা থেকে কালু প্রধান (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কালু প্রধান পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে। তিনি জীবননগর বাজারের একজন ভুসিমাল ব্যবসায়ী ছিলেন এবং প্রায় চার বছর ধরে শাপলাকলি পাড়ায় একাকী বসবাস করছিলেন।

কালু প্রধানের মেয়ে সালমা খাতুন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে তার বাবার সঙ্গে তার মায়ের শেষ কথা হয়। শুক্রবার সারাদিন বাবার সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা মামা মাসুদ রানাকে ফ্ল্যাটে পাঠান। ফ্ল্যাটে গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাসার মালিক মোসলেম উদ্দিনের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় খাটের ওপর কালু প্রধানকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত বলে নিশ্চিত করা হয়।

পরিবারের ধারণা, ঘরে অবস্থানকালে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কন্যা সালমা খাতুন বাদী হয়ে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!