দুই গ্রামের যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রুখতে ১৩ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কোটচাঁদপুরের আতিয়ার রহমান লিটন। তিনি গড়ে তুলেছেন “জিটিপিএল” নামে একটি ক্রিকেট লীগ, যা এ বছরও উদ্বোধনের মাধ্যমে মাঠে গড়িয়েছে। সমাজের মানুষের সহযোগিতা পেলে ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে চান।
জানা যায়, কোটচাঁদপুর উপজেলার ঘাঘা ও তালসার নামের দুইটি গ্রাম। আতিয়ার রহমান লিটন ঘাঘা গ্রামের মৃত শমসের বিশ্বাসের ছেলে। ২৬ বছর বয়সে তিনি ঘাঘা-তালসার প্রিমিয়ার লীগ (জিটিপিএল) ক্রিকেট লীগ প্রতিষ্ঠা করেন। যে বয়সে সাধারণত নিজেকে নিয়ে চিন্তা থাকে, সেই বয়সে তিনি স্থানীয় যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করার উদ্যোগ নেন।
১৩ বছরে লীগটি ১৪ বছরে পৌঁছেছে এবং দুই গ্রামের ছোট-বড় মোট ৬৫ জন ক্রিকেট খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। এই বছর খেলোয়াড়রা ৫টি দলে ভাগ হয়ে প্রতিযোগিতা করবেন।
জিটিপিএলের সভাপতি আতিয়ার রহমান লিটন বলেন, “বর্তমানে আমার বয়স ৪০ বছর। তবে ২০১১ সালে সমাজের যুবকদের বিপথগামী হওয়ার আশঙ্কা দেখে ৯ জনের কমিটি নিয়ে ঘাঘা-তালসার প্রিমিয়ার লীগ (জিটিপিএল) প্রতিষ্ঠা করি। সেই সময় থেকেই নিয়মিতভাবে লীগটি পরিচালনা করা হচ্ছে। আগামীদিনেও যুবকদের নিয়ে কাজ করে যেতে চাই। সমাজের সহায়তা পেলে জিটিপিএলকে আরও বড় পরিসরে আয়োজন করতে চাই।”
কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তালসার গ্রামের বাসিন্দা ইসাহক আলী বলেন, “ঘাঘা-তালসারের যুবসমাজের একমাত্র আলোকবর্তিকা হলেন আতিয়ার রহমান লিটন। দীর্ঘ ১৪ বছর ধরে তিনি এলাকার যুবকদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর গৃহীত নানামুখী কর্মকাণ্ডের মধ্যে প্রতি বছর ‘জিটিপিএল’ ক্রিকেট লীগের আয়োজন অন্যতম।”
তিনি আরও বলেন, “যদি দেশের প্রতিটি গ্রামে লিটনের মতো যুবক থাকতেন, তবে মাদকসহ বিভিন্ন অপকর্মে যুবকরা লিপ্ত হতো না। সমাজ, গ্রাম ও রাষ্ট্র আরও সুন্দর হতো। আমি চাই লিটনের মতো মানুষদের দেখে দেশের সকল যুবক এগিয়ে এসে কাজ করুক এবং যুব সমাজকে রক্ষা করুক।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, “আমি নতুন যোগদান করেছি এবং বিষয়টি সম্পর্কে আগে জানতাম না। যারা এই কাজ করছেন, তারা আমাকে কিছু জানাননি। তবে আমি খোঁজ-খবর নিয়ে যতটুকু সম্ভব সহযোগিতা করব।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

