AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিবন্ধনের দাবিতে ১৫ দলীয় মানবতার জোটের মানববন্ধন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪১ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিবন্ধনের দাবিতে ১৫ দলীয় মানবতার জোটের মানববন্ধন

নির্বাচন কমিশনে আবেদন করা অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন প্রদানের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ১৫ দলীয় মানবতার জোট।

মানববন্ধনে মানবতার জোটের আহ্বায়ক ও ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)-এর চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর সভাপতিত্ব করেন এবং জোটের সদস্য সচিব, সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

জোটের নেতৃবৃন্দ বলেন, “ফ্যাসিবাদের প্রভাবে বিগত তিনটি জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। অনিবন্ধিত দলগুলো রাজনৈতিক কর্মকাণ্ডও স্বাধীনভাবে পরিচালনা করতে পারেনি। নতুন এই দলগুলোর মধ্যেও ক্লিন ইমেজের যথেষ্ট সংখ্যক নেতা রয়েছে, যারা রাজনীতিতে আসলে দেশের কল্যাণ হবে। দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নিবন্ধন প্রক্রিয়া সহজ করা প্রয়োজন।”

তারা প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান, বিগত দিনে নিবন্ধনের জন্য আবেদন করা যেসব দল তাদের গঠনতন্ত্র, কেন্দ্রীয় কমিটি, ব্যাংক একাউন্ট এবং কেন্দ্রীয় অফিস রয়েছে, তাদেরকে দ্রুত নিবন্ধন দিয়ে নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

মানবতার জোটের নেতারা ২৪’র অভ্যুত্থানের সম্মুখসারীর নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন।

তারা আরও বলেন, “নির্বাচন প্রক্রিয়া কঠিন হলে কুচক্রী মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও নানা ষড়যন্ত্রের সুযোগ পায়। তাই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংসদ নির্বাচনে জামানতের ফি ১০ হাজার টাকা করা এবং স্বাধীন প্রার্থীদের জন্য নির্দিষ্ট সংখ্যক ভোটারের স্বাক্ষর ও সমর্থনের কালো বিধান বাতিল করা উচিত। দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের মতো শুধুমাত্র প্রস্তাবক ও সমর্থনকারীদের মাধ্যমে মনোনয়ন নিশ্চিত করা দরকার।”

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ পার্টির চেয়ারম্যান এম. মামুন রাজ, মানবতার জোটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মোঃ ফারুক মিয়া, প্রফেসর সুবোধ বিশ্বাস, এনসিবি’র মহাসচিব ইকবাল হাসান স্বপন, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায়, জাতীয়তাবাদী ন্যায় বিচারের দলের সভাপতি মোঃ নাছির উদ্দিন, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন লিটন, সমতা পার্টির চেয়ারম্যান বিজ্ঞানী শামছুল হক, বাংলাদেশ জনতা সংস্কৃতি ফ্রন্টের চেয়ারম্যান বাদশাহ উদ্দিন মিন্টু, এনসিবি’র কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন বাবুল, সাবাস বাংলাদেশ পার্টির মহাসচিব প্রকাশ দেবনাথ এবং বাংলাদেশ নিরাপদ পার্টির মহাসচিব সাজেদুল ইসলাম প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!