AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ



হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভুলতা গোলচত্বরে সমাবেশে পরিণত হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলার ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন এবং প্রতিবাদী স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সিফাত, প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন, অর্থ সম্পাদক ওমর ফারুক, জেলা অফিস সম্পাদক বেলাল হোসেন, সোনারগাঁও থানা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের নেতা তানভীর ও ফায়জুল্লাহ আল মাসুম, আড়াইহাজার উপজেলা ছাত্রশিবিরের নেতা মিরাজ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”
তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর পল্টন-বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!