টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে ১২.১ ওভারে ১১৬ রান করতে পারলেই সেমিতে পৌঁছে যেতো বাংলাদেশ। কিন্তু সে লক্ষ্য পূরণ হয়নি। লক্ষ্য পূরণ হয়নি না বলে পূরণের চেষ্টাটাই করা হয়নি।
১২.১ ওভারে ১১৬ রান করা বহুদূরে শেষ পর্যন্ত ১৯ ওভারে ১১৪ রানও টপকে যেতে পারেনি শান্ত বাহিনী। ডিএল মেথডে ৮ রানে হেরে এবারের টি-২০ বিশ্বকাপ শেষ করেছে টাইগাররা।
যাদের হারাতে পারলে শেষ চারে পা রাখা যেত, সেই আফগানরা যখন প্রোটিয়াদের বিপক্ষে সেমির যুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন দেশে ফেরার জন্য ব্যাগ, লাগেজ, ট্রলি গোছানোয় ব্যস্ত চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
সব ঠিক থাকলে আগামী ২৮ জুন শুক্রবার সকাল ৮ টায় ঢাকায় ফিরে আসবে জাতীয় দলের ক্রিকেটাররা।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ । গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পা রাখে তারা। কিন্তু সুপার এইটে তিন ম্যাচের একটিতেও জয় পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। অথচ সুপার এইটের শেষ ম্যাচ জিতলেই সেমিফাইনালের টিকিট পেত তারা।
একুশে সংবাদ/ এস কে