AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসালাঙ্কার সেঞ্চুরির পরও ২৪৪ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:২৩ পিএম, ২ জুলাই, ২০২৫

আসালাঙ্কার সেঞ্চুরির পরও ২৪৪ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৪ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া স্বাগতিকরা ইনিংসের চার বল বাকি থাকতেই অলআউট হয়ে যায়। বাংলাদেশকে জয়ের জন্য করতে হবে ২৪৫ রান।

শুরু থেকেই বল হাতে দাপট দেখিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। চতুর্থ ওভারে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে বিদায় নেন ওপেনার পাথুম নিশাঙ্কা। পরের ওভারে তাসকিন বোল্ড করে ফেরান নিশান মাদুশকাকে। ১৩ বলে মাত্র ৬ রান করেন তিনি।

মাত্র ১১ রানে দুই ওপেনার হারানো শ্রীলঙ্কা আরও চাপে পড়ে তাসকিনের দ্বিতীয় শিকারে। মিডঅফে সহজ ক্যাচ তুলে দেন কামিন্দু মেন্ডিস, মেহেদী হাসান মিরাজ ক্যাচ তালুবন্দি করেন।

তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কাকে টেনে তোলার চেষ্টা করেন চারিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিস। তাদের মধ্যে ৬০ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ৪৫ রানে বিদায় নেন কুশল মেন্ডিস।

পরবর্তী ব্যাটার জানিথ লিয়ানাগেও ইনিংস গড়ার পথে শান্তর বলে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন। তিনি করেন ২৯ রান। এরপর রানের চাকা সচল রাখলেও শেষ দিকে আসালাঙ্কা ছাড়া কেউই সুবিধা করতে পারেননি।

আসালাঙ্কা ঠাণ্ডা মাথায় খেলতে থাকেন এবং ১১৭ বলে তুলে নেন নিজের পঞ্চম ওয়ানডে শতক। শেষ পর্যন্ত তানজিম সাকিবের বলে বিদায় নেওয়ার আগে তিনি ১২৩ বলে করেন ১০৬ রান, মারেন ৬টি চার ও ২টি ছক্কা।

তাসকিন আহমেদ ৮.৫ ওভার বোলিং করে মাত্র ৪৭ রানে শিকার করেন ৪ উইকেট। তানজিম সাকিব নিয়েছেন ৩টি উইকেট ৪৫ রানে। বাকি উইকেটগুলো ভাগ করে নিয়েছেন তানভীর ইসলাম ও শান্ত।

এদিন নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে লঙ্কানদের ২৪৪ রানেই আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। জয় পেতে হলে টাইগারদের করতে হবে ২৪৫ রান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!