গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়ে তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একাধিকবার এক টেস্টের দুই ইনিংসে শতক করার কীর্তি গড়েছেন। একইসঙ্গে অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়া প্রথম বাংলাদেশি ব্যাটারও তিনিই।
এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করেছিলেন শান্ত। তার আগে টেস্টের দুই ইনিংসে শতকের কৃতিত্ব ছিল শুধু মুমিনুল হকের, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে।
গলে চলমান ম্যাচে শান্ত প্রথম ইনিংসে করেন ১০১ রান। এরপর দ্বিতীয় ইনিংসে লাঞ্চের আগেই ৮৯ রানে পৌঁছে যান। বিরতির পর দেখেশুনে খেলেই ২২ বলের মধ্যে পূর্ণ করেন শতক। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম শতক। একইসঙ্গে মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক এখন শান্ত।
শুধু তাই নয়, দেশের বাইরে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম ‘জোড়া সেঞ্চুরি’ও এটি। এর আগে দেশের মাটিতেই এসেছিল সবকটি এমন কীর্তি।
অধিনায়ক হিসেবে এই সেঞ্চুরি শান্তর তৃতীয়, যেখানে মুশফিকুর রহিম আছেন শীর্ষে—৪টি সেঞ্চুরি নিয়ে। এরপরই শান্ত। তার নিচে দুই সেঞ্চুরি করে রয়েছেন হাবিবুল বাশার, মুমিনুল হক ও মোহাম্মদ আশরাফুল।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে মাত্র ১৫ জন ব্যাটার রয়েছেন, যারা দুইবার করে এক টেস্টের দুই ইনিংসে শতক পেয়েছেন। শান্ত এখন সেই তালিকায়। রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার ও সুনীল গাভাস্কার এই রেকর্ডে আছেন তিনবার করে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

