প্রথম উইকেট হারিয়ে দলীয় শতক ছুঁয়ে ফেলে বাংলাদেশ। তবে এরপর যেন হঠাৎই বদলে গেল দৃশ্যপট। ১০০ রানে এক উইকেট থেকে ১০৫ রানে গিয়ে হারাতে হয় আরও ছয়জন ব্যাটারকে। অর্থাৎ মাত্র ৫ রানের ব্যবধানে গুটিয়ে যায় বাংলাদেশের টপ ও মিডল অর্ডার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১ ওভার শেষে ৮ উইকেটে ১০৫ রান।
উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। যদিও ইনিংস বড় করতে ব্যর্থ হন ইমন। ১৩ রানে আউট হয়ে ভাঙে ২৯ রানের ওপেনিং জুটি।
এরপর তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত যোগ দেন তামিমের সঙ্গে। তাদের ব্যাটে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল দল। ১৭তম ওভারে বাংলাদেশ ছুঁয়ে ফেলে তিন অঙ্কের ঘর।
কিন্তু হঠাৎই বড় ধাক্কা। রান আউট হয়ে শান্ত ফেরার পর শুরু হয় ইনিংস ধস। এরপরের পাঁচ ওভারে মাত্র ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন আরও ছয় ব্যাটার—লিটন দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ।
তাদের মধ্যে লিটন, মিরাজ ও তাসকিন ফিরেছেন রানের খাতা না খুলেই। একসময় যেখানে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল, সেখান থেকেই হঠাৎ গভীর সঙ্কটে পড়ে যায় পুরো দল।
একুশে সংবাদ/এ.জে