AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগান শিবিরে রিশাদের প্রথম আঘাত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৩৯ এএম, ২৫ জুন, ২০২৪

আফগান শিবিরে রিশাদের প্রথম আঘাত

টি-২০ বিশ্বকাপের চলতি আসরে আফগানিস্তানের বিপক্ষে আজ বড় ব্যবধানে জিতলে বাংলাদেশের সামনে  সেমিতে ওঠার সুবর্ণ সুযোগ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৪ ওভারে ১ উইকেটে ৬৫ রান।

ভারতের কাছে অস্ট্রেলিয়া হারায় এখন বাংলাদেশের সেমিতে যাওয়ার সমীকরণ একদম সহজ। অজিরা হেরেছে ২৪ রানে। বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ১৬০ রান করে, সেক্ষেত্রে ৬২ রানে জিতলেই সেমিফাইনালে চলে যাবে।

আবার বাংলাদেশ যদি রান তাড়া করে, সেক্ষেত্রে অন্তত ১৩.২ ওভারের মাঝে জিততে হবে। অথবা জয়ের সময় রান রেট ১৩.৮ থাকতে হবে। এটি করতে পারলেই আফগানিস্তান ও অস্ট্রেলিয়াকে ছাপিয়ে সেমিতে যাবে টাইগাররা।

আফগানদের বিপক্ষে নামার আগে যে পরিসংখ্যান টাইগারদের আশা দেখাতে পারে তা হচ্ছে, বিশ্ব আসরে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি আফগানিস্তান। টি-২০ বিশ্বকাপে এক দশক আগের একমাত্র দেখায় বড় ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।

ওয়ানডেতেও তিন দেখায় শতভাগ জয়। যদিও টি-২০ ফরম্যাটে এগিয়ে আফগানরা। এগারো দেখায় ব্যবধান ছয়-চার। বিশ্বকাপের সেমিতে খেলার তাই বড় সুযোগ বাংলাদেশের সামনে। তবুও সম্ভাবনাটা বাংলাদেশের যতটা তারচেয়ে বেশি আফগানদেরই।

আর্নস ভ্যালের এই মাঠে বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও নেপালকে। সেখানেই এরচেয়েও বড় কীর্তি গড়েছে রশিদ, নবি, গুলবাদিন নাইবরা। বিশ্ব ক্রিকেটের চ্যাম্পিয়নদের হারানোর ধারাবাহিকতায় ধরাশায়ী অস্ট্রেলিয়া।

বাংলাদেশ একাদশ-
তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ-

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানজেলিয়া খারুত, নূর আহমদ, নবীন-উল-হক, ফজলহক ফারুকী।

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!