আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে বড় লক্ষ্য দেয় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে হারদিকের বলে শুরুতেই সাজঘরে ফিরেন লিটন দাশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ৩৮ রান।
এর আগে, অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে ভারত।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ বলে চার হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার।
দলের অন্যদের মাঝে কোহলি ৩৭, রিশাভ পান্ট ৩৬, শিভম দুবে ৩৪ ও রোহিত ২৩ রান করেন। টাইগারদের হয়ে তানজিম সাকিব ও রিশাদ দুটি ও সাকিব একটি উইকেট নেন। উইকেট না পেলেও কিপ্টে বোলিং করেছেন মাহেদি হাসান।
একুশে সংবাদ/ এস কে