AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টস জিতে বোলিংয়ে নেদারল্যান্ডস


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:৩১ পিএম, ১৩ জুন, ২০২৪

টস জিতে  বোলিংয়ে নেদারল্যান্ডস

জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ দল। তবে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় শান্তরা। জয়ের ধারায় ফেরার লক্ষ্যে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। 

এর আগে টস জিতে বোলিং নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক।

টি-টোয়েন্টিতে এর আগে এ দু‍‍`দল সর্বমোট মুখোমুখি হয়েছে চার বার। যেখানে বাংলাদেশের তিনবার জয়ের বিপরীতে মাত্র একবার জয়ের হাসি হেসেছে ডাচরা। সবশেষ দেখায় ২০২২ বিশ্বকাপে নয় রানে জিতেছিল সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

দু‍‍`দলের ব্যাক্তিগত পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ দল। ব্যাট হাতে ৩ ম্যাচে ২০২ রান নিয়ে সবচেয়ে উজ্জ্বল ২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলা তামিম ইকবাল। বল হাতে ঝলমলে সাকিব আল হাসান নিয়েছেন ৪ ম্যাচে ৭ উইকেট।

বাংলাদেশএকাদশ : তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

নেদারল্যান্ডস একাদশ : মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!