AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-২০ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:২৭ পিএম, ৩ জুন, ২০২৪
টি-২০ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি

চলমান টি-২০ বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার এই প্রাইজমানি প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ কোটি টাকা। আর রানার্সআপ দল পাবে ১.২৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা।

চলমান টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭, ৮৭, ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৯ কোটি ২৪ লাখ টাকা।

বড় অঙ্কের প্রাইজমানি পাবে সুপার এইট থেকে বাদ পড়া চার দলও। তাদের প্রত্যেকের ঝুলিতে যাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে। বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে ৯, ১০, ১১ ও ১২ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করা দল পাবে ২৪৭,৫০০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯০ লাখ টাকা পাবে।

টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল ২ লাখ ২৫ হাজার ডলার পাবে। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৬৪ লাখ টাকা।

এছাড়া সেমিফাইনাল এবং ফাইনাল ব্যতীত প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে প্রায় ৩৬ লাখ টাকা। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ১১.২৫ মিলিয়ন ডলার খরচা হবে দলগুলোকে পুরস্কৃত করতে। যা বাংলাদেশি টাকায় ১৩২ কোটি টাকার বেশি।

 

 একুশে সংবাদ/ এস কে


 

Link copied!