AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক উইকেট হারিয়ে কানাডার দলীয় ফিফটি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:১৪ এএম, ২ জুন, ২০২৪
এক উইকেট হারিয়ে কানাডার দলীয় ফিফটি

টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়ছে কানাডা। যেখানে এক উইকেট হারিয়ে দলীয় ফিফটি পূরণ করেছে কানাডা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কানাডার সংগ্রহ ৬ ওভারে এক উইকেটে ৫০ রান।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। এতে আগে ব্যাট করছে কানাডা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন অ্যারন জনসন ও নভনিত ঢালিওয়াল।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্ম ব্যাটিং করেন তারা দুজন। তবে ভয়ংকর হয়ে ওঠা এ জুটিতে আঘাত হানেন হারমীত সিং। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে জনসনকে সাজঘরের পথ দেখান তিনি। আউট হওয়ার আগে ১৬ বলে ২৩ করেন জনসন।

এরপর ক্রিজে আসেন পরগত সিং। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন নভনিত।

নভনিত ২৯ ও ১ রানে অপরাজিত আছেন পরগত।

কানাডা দল: অ্যারন জনসন, নভনিত ঢালিওয়াল, পরগত সিং, নিকোলাস কিরটন, শ্রেয়াস মোভা, দিলপ্রীত বাজওয়া, সাদ বিন জাফর (অধিনায়ক), নিখিল দত্ত, দিলন হেলিগার, কলিম সানা ও জেরেমি গর্ডন।

যুক্তরাষ্ট্র দল: স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), আন্দ্রেস গাউস, অ্যারন জনস, নীতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমীত সিং, শেলডি ফন শ্যালউইক, জসদীপ সিং, আলি খান, সৌরভ নেত্রালভাকার।

একুশে সংবাদ/এস কে

Link copied!