ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে ২০২৫ আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)। বৃহস্পতিবার রাতে ধর্মশালায় ম্যাচ চলাকালীন সময়ে নিরাপত্তাজনিত কারণে খেলা বন্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় আইপিএল গভর্নিং কাউন্সিল।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন সময়ে জম্মুতে পাকিস্তানি হামলার অভিযোগ ওঠে। এরই জেরে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় নিরাপত্তাজনিত কারণে আলো নিভিয়ে দেওয়া হয়, যার প্রভাব পড়ে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেও। ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ম্যাচ বন্ধ হওয়ার পরপরই গভর্নিং কাউন্সিল জরুরি বৈঠকে বসে এবং টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। বিসিসিআই সূত্র জানিয়েছে, খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখনো লিগ পর্বে ১২টি ম্যাচ এবং ৪টি প্লে-অফ ম্যাচ বাকি রয়েছে। পাঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও পয়েন্ট ভাগাভাগির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আইপিএল পরে আবার শুরু হলে ম্যাচগুলো পুনরায় আয়োজন করা হতে পারে।
আইপিএলের সিইও অরুণ ধুমাল পিটিআইকে বলেন, “আমরা প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখনো সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
অন্যদিকে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর বাকি অংশ নিরাপত্তার কারণে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে