ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দ প্যারিসে রূপ নিয়েছে সহিংসতায়। উদযাপনকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন, আহত হয়েছেন অনেকেই, আর গ্রেপ্তার করা হয়েছে ৫৫৯ জনকে।
শনিবার (৩১ মে) রাতে জার্মানির মিউনিখে আলিয়েঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ঐতিহাসিক এই জয়ের পর প্যারিসজুড়ে সমর্থকদের উদযাপন দ্রুতই বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপ নেয়।
পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলা বড় পর্দায় দেখানোর পর বিপুল সংখ্যক সমর্থক মিছিল নিয়ে চ্যাম্পস-এলিসে এলাকায় জড়ো হন। সেখানে আতশবাজি, পটকা ও পুলিশের দিকে ছোড়া হয় বিভিন্ন বস্তু। উত্তেজনার জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এএফপির তথ্য অনুযায়ী, প্রথম রাতে ২৯৪ জনকে আটক করা হলেও পরে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৫৫৯-এ। সংঘর্ষ ও ধাক্কাধাক্কির মধ্যে দুইজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
উগ্র সমর্থকদের মধ্যে কেউ কেউ দোকানপাট লুটের চেষ্টাও করেন। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে পড়ে যে প্যারিসের মেট্রো ও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ট্রেনলাইনে উঠে পড়েন কিছু বিক্ষুব্ধ সমর্থক।
এমন সহিংসতায় হতাশা প্রকাশ করে পিএসজির তারকা ফুটবলার উসমান দেম্বেলে ভক্তদের শান্ত থাকার আহ্বান জানান। ফরাসি টিভি চ্যানেল ক্যানাল প্লাসকে তিনি বলেন, “উদযাপন হোক, কিন্তু যেন প্যারিস শহর ক্ষতিগ্রস্ত না হয়।”
একুশে সংবাদ / আ.ট/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
