টানা ষষ্ঠবারের মতো টসে হেরে গেল বাংলাদেশ, তবে লাহোরে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এবার আগে ব্যাটিং করছে লাল-সবুজরা। পাকিস্তান অধিনায়ক সালমান আল ফারসি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
সিরিজ এরই মধ্যে হেরে বসেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হেরে নিয়মরক্ষার ম্যাচে নেমেছে তারা। তবে ম্যাচটা কাগজে-কলমে নিয়মরক্ষার হলেও, বাস্তবে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই।
এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে পেসার খালেদ আহমেদের। সিলেটের এই ডানহাতি বোলার সাদা বলে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করছেন। শরীফুল ইসলামের চোটের কারণে সুযোগ মিলেছে জাতীয় দলে।
বাংলাদেশ একাদশে জায়গা পেয়েছেন খালেদ, বাদ পড়েছেন চোট পাওয়া শরীফুল। অন্যদিকে পাকিস্তানও করেছে একটি পরিবর্তন। সিরিজ জয়ের পর দলে ঘুরে দাঁড়ানোর সুযোগ নিচ্ছে স্বাগতিকরা।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজীদ তামিম, ইমন, তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।
পাকিস্তানের একাদশ:
সালমান আল ফারসি (অধিনায়ক), শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, হাসান আলী, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ।
একুশে সংবাদ / এ.জে